মধ্যনগরে ব্যাটারী চুরি করতে জনতার হাতে আটক,অতপর পুলিশে সোপর্দ

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে উদ্ধাখালী ব্রীজের নির্মাণ কার্য্যে ব্যাবহৃত ট্রলির ব্যাটারী চুরি করতে গিয়ে স্থানীয় জনগনের হতে আটক হয়েছে এক ব্যাক্তি।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায় ২২শে ফেব্রুয়ারী রাত পৌনে নয়টার সময়  উপজেলা সদরে নবনির্মাণাধীন উব্দাখালী ৩২০ মিটার ব্রীজের পশ্চিম পার্শ্বে ব্রীজের কাজে ব্যবহৃত ট্রলি গাড়ির মধ্যে থাকা একটি লাল সাদা রংয়ের ১২ ভোল্টের পুরাতন ব্যাটারী চুরি করিয়া নিয়া যাওয়ার সময় স্থানীয় উৎসুক জনতা ধৃত আসামীকে আটক করে।এসময় খানিকটা গণপিটুনীর স্বীকার হন ঐ ব্যাক্তি।শেষে মধ্যনগর থানা পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় জনতা।ধৃত আসামী উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ নুর হোসেন (৩০)।
ঐসময় বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশ অফিসার এসআই(নিঃ) মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল আসামীকে উদ্ধার পূর্বক চুরে যাওয়া ব্যাটারী উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
উক্ত আসামীর বিরুদ্ধে মামলা হয় মধ্যনগর থানায়। মামলা নং-০৬ তারিখ-২৩/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন প্রতিনিধিকে নিশ্চিতের মাধ্যমে জানান ২৩/০২/২০২৪ তারিখে ধৃত আসামী নুর হোসেন (৩০)কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আটক হয়েছে এক ব্যাক্তি * ব্যাবহৃত ট্রলির ব্যাটারী চুরি * সুনামগঞ্জ
সর্বশেষ সংবাদ