নেত্রকোনায় লরির চাপায় পঞ্চম শ্রেণি ছাত্র নিহত গুরুত্ব আহত ১

নেত্রকোনা প্রতিনিধি ঃ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের সামনে রাস্তায় মাটিবাহী লরি গাড়ি চাপায় এক স্কুলছাত্র নিহত সহ এক কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা এ দুঘটনা ঘটে।

নিহত রাব্বি মিয়া (১২) তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে ও পঞ্চম শ্রেণি ছাত্র। আহত এনামুল (১৫) একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে। ঘটনার পর লরির চালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে,বাড়ির সামনের পাকা রাস্তায় রাব্বিকে নিয়ে বাইসাইকেল চালাচ্ছিল এনামুল। এ সময় হাওর থেকে মাটি ভর্তি একটি লরি বেপরোয়া গতিতে এসে সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলে মারা যায়। এনামুল গুরুতর আহত। স্থানীয় লোকজন আহত এনামুলকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

মহোনগঞ্জ থানা ওসি দেলোয়ার হোসেন জানান, দুঘটনার খবর পেয়ে পুলিশ লরি জব্দ করে চালক আল আমিনকে আটক করা হয়েছে। নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নেত্রকোনা * মাটিবাহী লরি গাড়ি চাপায় * স্কুলছাত্র নিহত
সর্বশেষ সংবাদ