গোয়ালন্দে এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও অভিভাবক ডেস্ক স্থাপন
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে তিনটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা প্রায় ৫শতাধিক পরীক্ষার্থীদের হাতে বিনামূল্যে পরীক্ষার উপকরণ ফাইল, স্কেল, কলম ও বিশুদ্ধ বোতলজাত খাবার পানি বিতরণ ও অভিভাবকদের বসার সু-ব্যবস্থা করে অভিভাবক ডেস্ক স্থাপন করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সির পক্ষে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মো. মোস্তফা মুন্সি নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেন ও অভিভাবকদের বসার জন্য অভিভাবক ডেস্ক উদ্বোধন করেন।
কেন্দ্রগুলো হলো, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ উজান চর ইসলামিয়া আলীম মাদ্রাসা।
এ প্রসঙ্গে উপজেলার নতুন ব্রীজ এলাকা থেকে আসা রেহেনা খাতুন বলেন, তার স্বামী বিদেশ থাকায় ছেলে মেয়ের পরীক্ষায় তাকেই আসতে হয় কিন্তু এখানে কোন বসার জায়গা ছিল না। উপজেলা চেয়ারম্যান কে অসংখ্য ধন্যবাদ বসার এমন সু-ব্যাবস্থা করার জন্য। তাছাড়া পরীক্ষার হলে আসা অন্যান্য অভিভাবক এমন ব্যাতিক্রম আয়োজনের প্রশংসা করেন।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এমন ব্যাতিক্রম ও চমৎকার আয়োজনের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ। দুর দুরান্ত থেকে যে সমস্ত অভিভাবক আসতো তাদের কে তিন সারে তিন ঘন্টা বাইরে অপেক্ষা করতে হয়। তাদের বসার এবং পানীয়ের ব্যবস্থা করায় ভালো হয়েছে। নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি বলেন, দূরদূরান্ত থেকে অনেক অভিভাবক এসে এলোমেলো ঘোরাফেরা করে তাদের বসার একটা ভালো ব্যাবস্থা করতে পারলে তাদের সময়টা ভালো কাটবে। তাছাড়া অনেক ছাত্র ছাত্রী আছে দরিদ্র যাদের একটা স্কেল, কলম এবং ফাইল দিলে উপকার হয় এবং প্রবেশ পত্রসহ সব কিছু নিরাপদ থাকবে।
উল্লেখ্য,, এবছর গোয়ালন্দ উপজেলায় প্রায় ১ হাজার ৪০০ ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষাবোর্ডে ১২৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ১২৮ জন ছাত্র ছাত্রী রয়েছে।