কাউখালীতে ই জি এস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ই,জি,এস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
রঘুনাথপুর ই,জি,এস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। এ সময় উপস্থিত ছিলেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এলিজা সাঈদ, জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হাসান মনির মোল্লা, কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,  গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। ৫২টি ইভেন্টে ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বরিশাল বেতার শিল্পীদের বিশেষ সংগীত অনুষ্ঠান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কাউখালী * সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত * স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া
সর্বশেষ সংবাদ