সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুল ও সেতুবন্ধন পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে নানা আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সেতুবন্ধন পাঠাগার ও ইন্টারন্যাশনাল স্কুল পৃথকভাবে দিবসটি পালন করে।
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে সেতুবন্ধন পাঠাগারে দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল বনার্ঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাইল।
সেতুবন্ধন পাঠাগারের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, খাতামধুপুর ইউনিয়নের সচিব মোঃ জাকির হোসেন
স্বাগত বক্তব্য প্রদান করেন পাঠাগারের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান।শেষে পাঠাগারের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণারে সেরা পাঠকদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেয়া হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব চত্বরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
সহকারী প্রধান শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপাধ্যক্ষ নিঘাত সুলতানা, বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আহ্বায়কের দায়িত্ব পালন করেন গ্রন্থাগারিক রেহেনা সুলতানা। শেষে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সেতুবন্ধন পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন * সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুল
সর্বশেষ সংবাদ