ইউএনওর হস্তক্ষেপে সেচপাম্প চালু ,সেই ১ শত একর বোরো জমি নিয়ে স্বপ্ন দেখছে কৃষকরা
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদনে দুই গ্রামের পূর্বশতার জেরে পানির অভাবে ১ শত একর জমি অনাবাদি শিরনামে নিউজ পোর্টাল বাংলা এফএম সহ অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।সংবাদ প্রকাশের পর ইউএনওর হস্তক্ষেপে সেই ১ শত একর জমিতে বোরো আবাদ শুরু করেছেন পরশখিলা গ্রামের কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া বুধবার বিকালে গঙ্গানগর ও পরশখিলা দুই গ্রামের লোকজনদের নিয়ে আলোচনা করে জমিতে মগড়া নদী হতে জমিতে সেচের মাধ্যে পানি দেওয়ার বিষয়টি নিস্পত্তি করেন। পরে বৃহস্পতিবার বিকালে দুই গ্রামবাসির উপস্থিতিতে সেচ পাম্প ছেড়ে জমিতে পানির দেওয়া ব্যবস্থা করেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ টি এম আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীরা জানান, দুই গ্রামবাসী মিলে দুই যুগ ধরে গঙ্গানগর গ্রামের পাশে মগড়া নদীতে সেচ পাম্প বসিয়ে হাওরে বোরো ফসল চাষ করে আসছে। কিন্তু চলমান বিরোধের জেরে এ বছর গঙ্গানগর গ্রামের লোকজন পরশখিলা গ্রামের লোকজনের বোরো জমিতে সেচের পানি বন্ধ করে দেয়। ফলে পরশখিলা গ্রামের অর্ধশত কৃষকের প্রায় ১ শত একর জমি পানির অভাবে বোরো মৌসুমের শেষ সময়ে অনাবাদি থাকে। এ বিষয় নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের ফলে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হওয়ায় এলাকাবাসী অনেক উপকৃত হয়েছে। শুক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে কৃষকরা জমিতে সেচের পানি দিয়ে হালচাষ শুরু করেছে। তারা জানান, যদিও বোরো রোপণ একটু দেরি হয়েছে, অবুও আবাহাওয়া অনুকুলে থাকলে ফসল উৎপাদনে তেমন অসুবিধা হবে না।