চেয়ারম্যান পদ প্রার্থী ও সাবেক ঢাবি ছাত্র নেতা কাজী টিটু ওমরাহ পালনে সৌদি আরব
চাটখিল প্রতিনিধি:
পবিত্র মক্কা মদিনায় ওমরাহ পালনের উদ্দেশ্য এ মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লীগ নেতা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ চেয়ারম্যান পদ প্রার্থী, সমাজসেবক ও ব্যবসায়ী কাজী মাঈন উদ্দিন হোসেন ( কাজী টিটু)।
তিনি স্ব-পরিবার নিয়ে গত ২৯ জানুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ব-পরিবারে ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদি গমন করেন। তিনি আগামী ১৫ ফেব্রুয়ারী পবিত্র মক্কা মদিনায় সফর করে দেশে ফেরার কথা রয়েছে।
সময়ের অভাবে প্রিয় চাটখিল বাসী ও অনেক শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা ও যোগাযোগ করতে না পারায় তাই সকালের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।