বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তর-এর সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) দুপুর ১ ঘটিকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উক্ত স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ভ্রাম্যমাণ লাইব্রেরির মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো. রবিউল আলমের পরিচালনায় এ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম (কর্মসূচি ও মনিটরিং)-এর সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান।
এছাড়াও সার্বিক সহযোগিতা করেন ডিপিসি বাংলা টিভি’র বিশেষ প্রতিনিধি পারভেজ হাসান এবং ভ্রাম্যমাণ লাইব্রেরি’র গাড়ি চালক মো. শামিম আহমেদ ডালিম।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ভ্রাম্যমাণ লাইব্রেরি
সর্বশেষ সংবাদ