আগৈলঝাড়ায় আওয়ামী লীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
৩০ জানুয়ারি বিএনপি ডাকা দেশব্যাপি কালো পতাকা মিছিলের প্রতিবাদে মতাসীন আওয়ামী লীগের ডাকা দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় পতাকা হাতে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে বিএনপির কোন মিছিল বা সভা সমাবেশে অনুষ্ঠিতর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীরা শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশের বিশাল মিছিলে যোগদান করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত
বক্তারা তাদের বক্তব্যে বলেন-নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর এই নিরঙ্কুশ বিজয় বিএনপিজামাত মেনে নিতে না পেরে নির্বাচনের আগে পরে দেশে আগুন সন্ত্রাস করছে, তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই যে কোন মূল্যে তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।
গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।