গোয়ালন্দে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউপির ৬শ অসহায় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র পুলিশ কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে দেবগ্রাম ইউপির চরপাচুরিয়া এলাকায় উত্তরণ ফাউন্ডেশনের প্রস্তাবিত অসহায় নারী ও শিশু কেন্দ্র চত্তরে এ কম্বল বিতরন করা হয়।
  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে তদন্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গোয়ালন্দে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ