আজ যশোরের শার্শা উপজেলায় বৃষ্টি পড়েছে
বেনাপোল প্রতিনিধি:
যশোরসহ শার্শা উপজেলা ও বেনাপোলে বিকালে আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এদিকে বেশ কয়েকদিন ধরে কুয়াশা আর তীব্র শীত কাঁপাচ্ছে পুরো এলাকা ও দেশকে। গতকালের চেয়ে আজ দধ কুয়াশা অপেক্ষাকৃত বেশি ছিল বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সাথে রয়েছে কুয়াশার দাপট। আবহাওয়ার এ পরিস্থিতিতে যশোর সহ এ অঞ্চলে দেশের বৃষ্টির আভাস দিয়েছিল অধিদপ্তর।
এদিকে আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা আবার কমে যাতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে