চাঁপাইনবাবগঞ্জে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  নাচোল  উপজেলার  চন্দনা ঈদগাহ  মাঠ  এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়
৪ টি  ওয়ান  শুটারগান উদ্ধার  করেছে  র‍্যাব ।
বুধবার (২৩ জানুয়ারি) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে দশটায় একটি অভিযান চালায় র‍্যাব-৫ ।
গোয়েন্দা  তথ্যের  ভিত্তিতে  রাজশাহীর  মোল্লাপাড়া ক্যাম্প জানতে পারে, নাচোল- গোমস্তাপুর সড়কের  উত্তর  পাশে  চন্দনা  ঈদগাহ মাঠ  এলাকার  একটি সরিষা  ক্ষেতের পাশে  হলুদ  রঙয়ের  শপিং ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য  পরিত্যক্ত  অবস্থায় আছে ।
 র‌্যাব টহল  দল  ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত শপিং ব্যাগের ভিতরে থাকা ৪ টি  ওয়ান  শুটারগান  উদ্ধার   করে ও  নাচোল  থানায়  হস্তান্তর করে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ওয়ান শুট্যারগান উদ্ধার * চাপাইনবাবগঞ্জে অস্ত্র উদ্ধার
সর্বশেষ সংবাদ