মুক্তাগাছায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধি:
শনিবার (২০ জানুয়ারী) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের বিরাশি দাখিল মাদ্রাসার পিছনে মাটি কাটার ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। পুলিশের ধারণা, গতকাল রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফেলে রেখে গেছে।
নিহত যুবক শামীম(১৬) তারাটি চরপাড়া এলাকার দিনমজুর মোঃ সিরাজ আলীর ছেলে। নিহত শামীম তারাটি শামছুল হুদা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় মিশুক চালতো সে। মিশুক ছিনতাইয়ের জন্যই এ ঘটনা ঘটেছে বলে পরিবার ও এলাকাবাসী ধারণা করছে।
তার বাবা ও পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার নিহত শামীম বেলা আনুমানিক ১১টায় তার বোনকে ফোন করে দুপুরে তার বাসায় খাবার খাবে বলে তাকে রান্না করতে বলে। কিছুক্ষণ পর আবার ফোনে জানায়, সে প্যাসেন্জার পেয়েছে তাই সে খাবার খেতে আসতে পারবে না। প্রতিদিনকার মতো সন্ধ্যার পর বাড়ীতে না আসায় তার বাবা তাকে ফোন করে মোবাইল বন্ধ পায়। মধ্যরাতে মিশুকের মালিক সিরাজ আলীকে তার ছেলের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমার ছেলে এখনো বাড়ী ফিরে নাই।” এরপর রাতভর আত্মীয়-স্বজনদের বাড়ীসহ এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করার পর ফেইসবুক এর সুবাদে ও পুলিশের সহযোগিতায় সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় ঘটনাস্থলে তার ছেলের লাশ সনাক্ত করতে সক্ষম হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, আজ সকালে স্থানীয় লোকজন ডোবার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শুক্রবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে গলায় জুতার ফিতা পেচিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।