সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে শীতবস্ত্র বিতরণ
সিলেট প্রতিনিধি:
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে (চতুর্থ ধাপে) সমাজ সেবক, লন্ডন বেক্সহিল উত্তর প্রদেশের সাবেক মেয়র, মানবিক ব্যক্তিত্ব, কাউন্সিলর আবুল আজাদ এর পৃষ্ঠপোষকতায় শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানিক ভাবে ১৯ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় সিলেটের ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এর দক্ষিণ ফুলবাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত মানবিক কার্যক্রমে মাইজগাঁও এর দক্ষিণ ফুলবাড়ি এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ ফখরু মিয়া। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার উদ্বোধনী বক্তব্য ও সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে অত্র এলাকার হাফিজ আলাউদ্দিন,আহাদ মিয়া, মুরব্বি ইছাক, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, দিলু বড়ুয়া, শেলু বড়ুয়া, সৈয়দা রোকেয়া সুলতানা, আব্দুল মালেক, হেলেন বেগম, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।
বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব কাউন্সিলর আবুল আজাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য সহ দাতার অসুস্থ সন্তানের দ্রুত সুস্থতা কামনা করেন।