মধ্যনগরে নির্বাচন পরবর্তী মতবিনিময়ে এমপি রনজিত সরকার

মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট রনজিত সরকার-এমপি প্রথম বারের মতো মধ্যনগর উপজেলায় মতবিনিময় করেন।
১৮ই জানুয়ারী বৃহস্পতিবার, দুপুরে মধ্যনগর মুক্তিযোদ্ধা সংসদ,৮২গ্রাম শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম পরিদর্শন ও মধ্যনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে মতবিনিময়ে যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। এসময় সকল ভোটার,নেতাকর্মী সহ এলকার সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং আগামীদিনে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন এমপি রনজিত সরকার।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের প্রথম মতবিনিময়ে আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের সঞ্চালনায় বক্তব্য ও নেতৃবৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা নুরুল ইসলাম,আ.লীগের সহসভাপতি এ্যাড.আব্দুল মজিদ,এহসান তালুকদার,প্রবীর বিজয় তালুকদার দেবল,সহসভাপতি প্রভাকর তালুকদার পান্না সাবেক চেয়ারম্যান খসরুজ্জামান বাবলু,মধ্যনগর সদর চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার,নূর নবী তালুকদার,যুবমহিলা লীগের সভাপতি
শান্তা চক্রবর্ত্রী, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিম রেজা তালুকদার প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এমপি রনজিত সরকার * এমপি রনজিত সরকারের মতবিনিময় * মধ্যনগরে নির্বাচন * সুনামগঞ্জ-১
সর্বশেষ সংবাদ