সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
কালাই উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হায়াত। তিনি প্রশাসনের সাথে এ উপজেলার সকল সাংবাদিককে সাথে নিয়ে হাতে হাত রেখে কালাই উপজেলাকে মাদক মুক্ত করার দৃঢ় অঙ্গিকার করেন। এ সময় তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হায়াত। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা হাসান আলী,আইসিটি কর্মকর্তা ফয়সাল করিম,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কালাইয়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে নবাগত ইউএনও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাতে নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাহাদপুর উপজেলাতে জন্মগ্রহন করেন।