মুরাদনগরে নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ঘোষণায় সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার -৩ মুরাদনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেওয়ায় বন্ধ হলো চাঁদাবাজি।

স্বতন্ত্র থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর  আলম সরকার নির্বাচনের পরদিনই এ ঘোষণা দিয়ে উপজেলার শতাধিক সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা (জিপি) আদায় বন্ধ করে দেন। এতে ওই উপজেলার সিএনজি অটোরিকশা ও স্বল্প দূরত্বের চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

নির্বাচনের পর দিনই সব সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা আদায় বন্ধ করতে উপজেলার মুরাদনগর এবং বাঙ্গরাবাজার থানার ওসিকে নির্দেশ দেন নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব জাহাঙ্গীর  আলম সরকার।

এ বিষয়ে নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর আলম সরকার বলেন, গরিব অসহায় মানুষের কাছ থেকে যারা চাঁদা নিয়েছে তারা এ নির্বাচনে সঠিক জবাব পেয়েছে। আমি এসেছি মানুষের কল্যাণে কাজ করতে। কোনো সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলবে না। মানুষ স্বস্তিতে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, স্বাভাবিক জীবনযাপন করবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করে সমৃদ্ধ মুরাদনগর গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো

 

উল্লেখ্য, গত ১০ বছর ধরে সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের  নাম ভাঙ্গিয়ে উপজেলা সদরের ৫টি, কোম্পানীগঞ্জের ১০টি, রামচন্দ্রপুরের ৫টি, ইলিয়টগঞ্জের ২টি, বাখরাবাদের ৪টি, নহল চৌমুহনীর ৪টি, কৃষ্ণপুর বাজারের ৫টি, শ্রীকাইলের ৪টি, বাঙ্গরাবাজারের ৫টিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক সিএনজি স্ট্যান্ড থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হতো। এসব চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেন সিএনজি চালকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জাহাঙ্গীর আলম সরকার * মুরাদনগরে নবনির্বাচিত সংসদ * সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ
সর্বশেষ সংবাদ