ময়মনসিংহ-৩ আসনে ৯৮৫ ভোটে নৌকা এগিয়ে, স্থগিত ভোট কেন্দ্রে পুনরায় নির্বাচন
গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহ-৩ আসনে মোট ৯২ টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি (নৌকা) নিকটতম প্রতিন্দ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকের সঙ্গে ৯৮৫ ভোটে এগিয়ে রয়েছেন।
ভোট গ্রহনের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করায় এতে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭ জন।
এ বিষয়ে নিশ্চিত করে এ আসনের সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম জানান- এ আসনে ৯১টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি ‘নৌকা’ ৫৩ হাজার ১৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ‘ট্রাক’ ৫২ হাজার ২১১ ভোট, শরীফ হাসান অণু ‘কেটলী’ ৯ হাজার ২২৬ ভোট, রমিজ উদ্দিন স্বপন ‘কাচি’ ৮৯৩ ভোট, নাজনীন আলম ‘ঈগল’ ২ হাজার ২৫০ ভোট, মোর্শেদুজ্জামান সেলিম (ফুলকপি) ১০০ ভোট, জাতীয় পার্টির ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ ‘লাঙ্গল’ ৩৪৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শফিকুল ইসলাম ‘আম’ ১১৭ ভোট, তৃণমুল বিএনপির মোঃ জামাল উদ্দিন ‘সোনালী আঁশ’ ১৫২ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৪০ জন। এর মধ্যে ৯১টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৭৭১ ভোট। বৈধ ভোট ১ লাখ ১৮ হাজার ৪৯৪ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭৭ ভোট। কাস্টিং ভোটের শতকরা হার ৪৩.৭৫।