৪০ শতাংশ ভোট পড়েছে, আরও বাড়তে পারে : সিইসি

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৯ আসনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এটি আরও বাড়তে পারে।

রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে রাজধানীর আগাঁরগাওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ২৯৯ আসনে ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য তথ্য। তবে এটি আরও বাড়তে পারে, আবার নাও পারে।

হাবিবুল আউয়াল বলেন, আরও কিছু কেন্দ্রের তথ্য আসা বাকি আছে। সেগুলোর তথ্য পাওয়া গেলে ভোট পড়ার হার পরিবর্তন হতে পারে।

তিনি বলেন, অনেকে ধারণা করেছিলেন, ভোটার উপস্থিতি হয়তো আরও কম হবে। একটি বড় পক্ষ নির্বাচন বর্জন করে প্রতিহতের ঘোষণা দিয়েছিল। তাই অনেকে ধারণা করেছে নির্বাচনে সহিংসতা হবে। কিন্তু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তারা সামান্য অভিযোগ ছাড়া প্রশাসনের বিষয়ে আস্থার কথা বলেছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ এবং ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নির্বাচন * সিইসি