ভোটারের উপস্থিতি কম নাকি বেশি, সেগুলো আমি কিছুই জানি না : সিইসি
ভোটারের উপস্থিতি কম নাকি বেশি, সেগুলো আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি, এতটুকুই জানি। আমার কাজটা ভোটটা আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না, সহিংসতা হবে কি হবে না; সহিংসতার ব্যাপারটা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’
আজ রবিবার সকালে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বিএনপি ও সমমনা দলগুলোর চলমান হরতালে ভোটার উপস্থিতি কম কি না- এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমি ওগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করিনি।
এ সময় গণমাধ্যমকর্মীদের সিইসি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।