বাংলাদেশের নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

 

ছবি: সংগৃহীত

দেশের পাশাপাশি বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বসহকারে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে। বিবিসি, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরাসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন।

বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে আওয়ামী লীগ। এমনকি পরাজিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দমনমূলক পররাষ্ট্রনীতি।

আরেক মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তরুণ ভোটাররা রাজনৈতিক বিশৃঙ্খলামুক্ত ভবিষ্যতের স্বপ্ন দেখছেন।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ‘বাংলাদেশে জাতীয় নির্বাচন’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। এতে বলা হয়, টানা চার মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী ভারতের গণমাধ্যমগুলোয় নিয়মিত খবর প্রকাশ হচ্ছে। শুক্রবার (৫ জানুয়ারি) এনডিটিভি একটা মতামতভিত্তিক লেখা প্রকাশ করে। যেখানে তুলে ধরা হয় বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মতবিরোধের ইস্যুটি। এ ছাড়াও প্রতিবেশী অন্যান্য দেশগুলোর গণমাধ্যমেও বেশ গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে বাংলাদেশের নির্বাচন।

ইসির ঘোষিত তফসিল অনুসারে, ৭ জানুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সারা দেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা।

ইসির তথ্য অনুযায়ী, এবার ২৮টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯। মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আন্তর্জাতিক গণমাধ্যম * দ্বাদশ জাতীয় নির্বাচন
সর্বশেষ সংবাদ