সুন্দরগঞ্জ আসনে দলমত নির্বিশেষে নিগারকে ভোট দিতে উপস্থিত হবে মহিলা ভোটার
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে যোগ্য প্রার্থী পেয়ে উৎফুল্ল ভোটার। আসনটি দীর্ঘদিন জাপা দলের দখলে থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্র ভিন্ন।
নির্বাচন বিষয়ে ১৫ টি ইউনিয়নের বেশ কিছু ভোটারের সাথে বাংলা এফএম-এর কথা হলে, ভোটাররা জানান, সুন্দরগঞ্জ আসনটি জাপা দলের দখলে ছিল, আসনের উন্নয়ন না হওয়ার কারণে ভোটের ক্ষমতা দেখাতে চান এবারের নির্বাচনে ভোটাররা।
তাই আসনের জনগণ উল্টো দিকে মোড় ঘুরিয়ে হেভিওয়েট সতন্ত্র প্রার্থী নাহিদ নিগারের ঢেঁকি প্রতীকের পক্ষে সমর্থন দিয়ে, প্রার্থীকে সাথে নিয়ে হাট, বাজার, পাড়া ও মহল্লায় নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। নিগারের উঠান বৈঠকে ব্যাপক নারী ভোটারের উপস্থিতি।
শুধু তাই নয় মহিলা ভোটাররা নিগারের মাথা বুলিয়ে দিয়ে, হাত ধরে ঢেঁকি প্রতীকে ভোট দেয়ার ওয়াদাও দিচ্ছেন নারীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাহিদ নিগারের মা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী উপজেলাবাসীর সুখদুঃখে পাশে থেকে সকল ধরণের সেবার হাত বাড়িয়ে দেয়ার কারণে বিশেষ করে নারী ভোটাররা আজ তার নিজ মেয়ে নিগারকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি নারীরা ভোটের দিন ভোট দেয়ার অপেক্ষায় দিন গুনছেন।