সেশন ফি না দেওয়ায় বদলগাছীতে বই বিতরণ উৎসবের ২দিন পর বই পেল রাফিউল ইসলাম
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):
সেশন ফি না দেওয়ায় বদলগাছীর কার্তিকাহার উচ্চ বিদ্যলয়ের বই বিতরণ উৎসবের দিন বই না পেয়ে বাড়ি ফিরলো। পরদিনও বিদ্যালয় থেকে বই না দিলে রাফিউলের পিতা প্রধান শিক্ষককে অনুরোধ বিনয়ে সেশন ফি পরে দেবার কথা বলার পর বই পেলো ৮ম শ্রেনীর ছাত্র রাফিউল ইসলাম।এদিকে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই বিতরণের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও বদলগাছীর উপজেলার আধাইপুর ইউপির কার্তিকাহার উচ্চ বিদ্যালয়ে সেশন ফি আদায় করতে বই বিতরণ করার সময় অর্থ আদায় এবং সেশন ফি না দিতে পারায় বই ছাড়া খালি হাতে ফিরে গেছে অনেক শিক্ষার্থী।
বাধ্যতামূলকভাবে স্কুলের পাওনা টাকা পরিশোধের পর বই বিতরণের বিষয়টি নিয়ে অভিভাবক মহলে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিউল বলেন, ওই বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি আমি। সরকারের ঘোষণা অনুযায়ী বছরের প্রথম দিন বিদ্যালয়ে সকাল থেকে অবস্থান করে বই হাতে পাইনি। হেড স্যার বলছেন নতুন ক্লাশে ভর্তি ছাড়া বই দেওয়া হবে না। ওই বইয়ের জন্য বিদ্যালয়ে পর পর দুই দিন গিয়ে ফেরৎ এসেছি। আমার পরিবার অত্যন্ত গরিব হওয়ায় আমার বাবা টাকা দিতে পারে নি। পরে আমার বাবা অনেক অনুরোধ করার পর বই দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি এবার নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে নতুন বইয়ের জন্য পরপর তিন দিন বিদ্যালয়ে গিয়ে ফেরৎ এসেছি। আমার মতো বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তিন দিন ধরে ঘুরেও বই পাচ্ছে না।
এক অভিভাবক মিঠু হোসেন বলেন, আমার ছেলে রাফিউল ৭ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে এবার। নতুন বইয়ের জন্য বিদ্যালয়ে ২দিন দিন গিয়ে ফিরে এসেছে। ছেলের কাছে শুনেছি নতুন ক্লাশে ভর্তির ছাড়া বই হাতে দিবে না হেড স্যার। পরিবারের অভাব অনটন থাকায় এই মূহুর্তে টাকা যোগার করতে পারছি না।কিন্তু নতুন বইয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে ছেলে। পরে অনেক অনুরোধ করার পর আজ বুধবার আমার ছেলে বই পেয়েছে।
এ ব্যপারে কার্তিকাহার উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোমতাজুর রহমান বলেন, আসে কেউ ৩ শত টাকা দিয়েও বই নিয়েছে। এসব সম্পন্ন মিথ্যা কথা। আমরা কারো বই আটাই নি। যে অভিযোগ দিয়েছে তাক ধরে আনা লাগবে না হলে কিছু করা লাগবে কি অভিযোগ দিলো লিখিত দিল না মৌখিক দিলো না কি দিলো।
এ ব্যপারে উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, সরকারি বিনামুল্যে বই বিতরণে কোন টাকা নেওয়ার নিয়ম নেই সেশান ফি আদায়ের নামে কোন প্রতিষ্ঠান যদি কোন শিক্ষার্থীকে বই না দেয় বা আটকে রাখে এ ব্যপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।