আবুল হাসনাত আবদুল্লাহ’র নৌকা মার্কার অব্যাহত উঠান বৈঠক
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রাথী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অব্যাহত উঠান বৈঠকের অংশ হিসেবে উপজেলার গৈলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নোনা পুকুরপাড় মোঙ্গলবার সন্ধায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওই ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবির আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ধাররাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত,সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত প্রমুখ।