গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল

 

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ড অবরুদ্ধ গাজা থেকে পাঁচ ব্রিগেড সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। এই পাঁচ ব্রিগেডে হাজার হাজার সেনা রয়েছে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল দেশটি যখন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে, যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। ২০২৩ সালের শেষ দিন গতকাল রোববার ইসরায়েলি বাহিনীর পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ৪৬০ সাঁজোয়া ব্রিগেড, ২৬১ তম ব্রিগেড, ৮২৮ তম ব্রিগেড, ১৪ তম রিজার্ভ সাঁজোয়া ব্রিগেড এবং ৫৫ তম রিজার্ভ প্যারাট্রুপারস ব্রিগেডকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে, গত ২১ ডিসেম্বর সরিয়ে নেওয়া হয় গোলানি ব্রিগেডকে।

মূলত, নিয়মিত বাহিনীর সেনাদের আরও প্রশিক্ষণের জন্য ডেকে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নিয়মিত ব্রিগেডের সদস্যরা আবারও গাজায় ফিরবে। তবে রিজার্ভ সেনাদের আর সক্রিয় সেবায় নামানো হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে যাতে তারা দেশের অর্থনীতিতে সক্রিয় অবদান রাখতে পারে।

এদিকে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা বলছে-গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। এর বেশ কয়েক দিন পর তারা অঞ্চলটিতে স্থল অভিযান শুরু করে। এর পর থেকে গতকাল পর্যন্ত গাজায় অন্তত ৫০৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

অপরদিকে, নতুন বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম দিনটিতে বিশ্বের বিভিন্ন শহরে আতশবাজির মেলায় আকাশ রঙিন হয়ে উঠলেও গাজাবাসীর ভাগ্যে সেরকমটা হওয়ার সুযোগ ছিল না। পুরোনো বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিনেও ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি অঞ্চলটি। এমনকি অধিকৃত পশ্চিম তীরেও চালানো হয়েছে অভিযান। এদিকে, বিগত প্রায় ৩ মাস ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৮০০ জনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ইসরায়েল * যুদ্ধ * সেনা
সর্বশেষ সংবাদ