নোয়াখালী জেলা যুবদলের ভোট বিরোধী লিফলেট বিতরণ ও গণসংযোগ
স্টাফ রিপোর্টার :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ও একতরফা প্রহসনের ডামি নির্বাচন বর্জনে জনগণকে সচেতন করতে নোয়াখালীতে ভোট বিরোধী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে নোয়াখালী জেলা যুবদল।
নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের নেতৃত্বে ৩০ শে ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় নোয়াখালীর প্রধান শহর মাইজদীতে হকার্স মার্কেট থেকে শুরু করে ফ্ল্যাট রোড হয়ে বড় মসজিদ প্রাঙ্গন পর্যন্ত এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে অল্প কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ কর্মসূচি শুরু করলেও সময়ের ব্যবধানে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে শত শত নেতাকর্মী এসে যোগ দেয়। ভোটবিরোধী স্লোগানের স্লোগানে লিফলেট বিতরণ কর্মসূচি একসময় মিছিলে রূপ নেয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, তারেক রহমানের নির্দেশনায় ও মোঃ শাহজাহানের নেতৃত্বে নোয়াখালী জেলা যুবদল সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলন ও একতরফা ভাগাভাগির নির্বাচন বর্জনে জনগণকে সচেতন করে তুলছে। তাই আমরা বিশ্বাস করি এদেশের জনগণ ৭ই জানুয়ারির পুতুল খেলার নির্বাচন বর্জন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক জুয়েল, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী, সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী হিরন,শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক আবু রাশেদ রনি, নিজামুদ্দিন মধু, রিপন মাহমুদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক জসিম উদ্দিন বাবু, দফতর সম্পাদক রাইসুল হায়দার বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আজাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহজাহান শাকিল , সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক তুহিন, যুগ্মআহবায়ক সফিকুল ইসলাম মাসুদ, শহর যুবদলের যুগ্মআহবায়ক মো: ইউসুফ ও আমজাদ হোসেন, সেলিম রেজা প্রমুখ।