শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র

সাতক্ষীরা প্রতিনিধি:

আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং ও কিশোর গ্যাঙ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

সাতক্ষীরায় যোগদানের পর সোমবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্সে আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, পুলিশের বিশেষ শাখার ওসি ইয়াসিন আলম চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মতিউর রহমান সিদ্দিকী
সাম্প্রতিক সংবাদ