শিরোনাম
১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ   » «    স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজার আখতারুজ্জামানকে শো-কজ   » «    ভ‍্যাট ব‍্যবস্থা বিলুপ্ত করুন; সেবা ও পন্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করুন :এবি পার্টি   » «    সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশির জমি চাষাবাদে বিএসএফের বাঁধা; বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক   » «    রাজশাহী তিতুমীর এক্সপ্রেস রেললাইনচ্যুত   » «   

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালী ও আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সিমস প্রকল্পের আওতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওকাপ আর্থিক সাক্ষরতা রথিন্দ্র কোচ। ব্রাহ্মণপাড়া ওকাপের সুপার ভাইজার মোঃ আজিজুল হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ।  আলোচনা সভায় অভিবাসী দিবস উপলক্ষে অভিবাসী কর্মী ও বিদেশ ফেরত কর্মীরা সরকারের কাছে বিভিন্ন দাবী ও মর্যাদা তুলে ধরেন। এসময় বিভিন্ন ইউনিয়নের বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও স্পাউসরা উপস্থিত থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবস সফল ও স্বার্থক করে তুলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আন্তর্জাতিক অভিবাসী দিবস * র‍্যালী ও আলোচনা সভা
সাম্প্রতিক সংবাদ