শিবগঞ্জে পি.ফোর.এইচ জয়ের স্বাবলম্বী প্রকল্পের অটো-ভ্যান গরু-ছাগল ও সেলাই মেশিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন P4H JOY এর স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়নকারী অ্যাসোসিয়েশন ফর এন্টিগ্রেইটেড ডেভেলপমেন্ট(এইড) শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র, দুস্থ, পঙ্গু, প্রতিবন্ধী ও বেকার পুরুষ মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে ১৫ টি গরু, ২৫ টি ছাগল, ৭টি অটো ভ্যান, ২১ টি সেলাই মেশিন ও ১০ টি মুদিখানা দোকানের মালামাল প্রদান করেছে ।

এইসব মালামাল প্রদান অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড• আবু বাক্কার সিদ্দিক, প্রাণী সম্পদ কর্মকর্তা সাদাত হোসেন, দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আযম, সংস্থার সিনিয়র প্রজেক্ট অফিসার আরিফ হোসেন, ও উপজেলা সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম সহ স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পি.ফোর.এইচ জয় * সেলাই মেশিন বিতরণ * স্বাবলম্বী প্রকল্প
সর্বশেষ সংবাদ