সেমিফাইনালে যেতে ঈশ্বরের সাহায্য চান পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার

 

 

খেলা ডেস্ক:

এবারের বিশ্বকাপের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। জিতেছিল নিজেদের প্রথম দুই ম্যাচ। এরপরই যেন খেই হারিয়ে ফেলে বাবর আজমের দল। টানা চার ম্যাচে হেরে খাদের কিনারে চলে যায় তারা। কিন্তু সর্বশেষ দুই ম্যাচ জিতে আবার ফিরে আসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে।

রাউন্ড রবিন লীগ পর্বে এক ম্যাচ বাকি পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে জয় পেলেও সেমিফাইনাল নিশ্চিত নয় গ্রিন ক্যাপদের। তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। এমন অবস্থায় ঈশ্বরের সাহায্য চান পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার।

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তিন দল- ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বাদ পড়েছে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছাতে নিজেদের নবম ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। গ্রিন ক্যাপ কোচ মিকি আর্থার বলেন, ‘আমার এমন একটা অনুভূতি হচ্ছে যে আমরা সেমিফাইনালে উঠব।

কিন্তু দেখা যাক, কী হয়। আমরা (লীগ পর্বে) একটা নিখুঁত ম্যাচ খেলেছি, সেটি বাংলাদেশের বিপক্ষে।’ টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান এরপর চার ম্যাচ হেরে যায়। নিজেদের সপ্তম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারানো গ্রিন ক্যাপরা সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষেও পায় জয়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পাকিস্তান * মিকি আর্থার * সেমিফাইনাল