মহাসমাবেশে পুলিশ সদস্য হত্যায় সরাসরি জড়িত যুবদল নেতা আপন গ্রেফতার
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য হত্যা মামলায় আপন হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর গলাচিপা থেকে তাকে গ্রেপ্তারের করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন আহমেদ। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বয়ক।
পুলিশ জানায়, ২৮ অক্টোবর বিএনপির উদ্যোগে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে বিএনপির পদধারী দুষ্কৃতিকারীরা পুলিশ সদস্যদের ওপর নারকীয় আক্রমণ চালায়।
এতে আমিরুল নামের একজন পুলিশ সদস্য নিহত হন। পরে ঘটনার ভিডিও ফুটেজে শনাক্ত করে যুবদল নেতা আপনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানোর কথা জানান ঢাকা জেলার এসপি আসাদুজ্জামান।
উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় আমিরুল ইসলাম মোল্লা (৩২) নামে এক কনস্টেবল নিহত হন। নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।