পিরোজপুরে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যড. কানাই লাল বিশ্বাস সম্পর্কে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু উদ্দিশ্যমূলক কুরুচিপূর্ণ মানহানীকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উদ্দিশ্যমূলক কুরুচিপূর্ণ মানহানীকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস লিখিত বক্তব্যে জানান, গত ২৮ অক্টোবর শনিবার নাজিরপুরে একটি সমাবেশে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে উদ্দিশ্য করে কুরুচিপূর্ণ মানহানীকর প্রদান করেন। ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন “হোয়াই কানাই লাল নাপিত” যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে হেয় প্রতিপন্ন করার উদ্দিশ্যে বলা হয়।
বর্তমান সময়ে বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার সময়ে সম্পূর্ণ উদ্দিশ্য প্রনোদিত ভাবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পর্কে এমন বক্তব্য জেলা আওয়ামীলীগকে দূর্বল করা চেষ্টা। এমন বক্তব্য প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড কানাই লাল বিশ্বাস। এছাড়াও তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সহ সভাপতি এ্যাড. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার সহ আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী লীগের সংবাদ সম্মেলন * পিরোজপুরে কুরুচিপূর্ণ বক্তব্য
সর্বশেষ সংবাদ