শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

শিবচরে রহস্যজনকভাবে গৃহবধুর মৃত্যু 

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরের এক গৃহবধুর নিহত ঐ নিহত নারীর ভাইয়ের অভিযোগ নিহতের স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। অপরদিকে তার শুশুরবাড়ির লোকজন বলছে আত্মহত্যা করেছে ঐ নারী।
স্থানীয় সূত্রে জানা যায় গত ১৮ অক্টোবর বুধবার ওই গৃহবধুর মৃত্যু হয় তার নাম জামিলা আক্তার (২৪), তিনি চর জানাজাত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তৈয়ব হাওলাদারের মেয়ে, নিহতে ভাই সামচু হাওলাদার জানান প্রায় চার বছর আগে তার বোনের সাথে কাঁঠালবাড়ি ইউনিয়নের আইয়ুব খাঁনের ছেলে আয়নাল খা (৩৫)সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকে বিভিন্ন সময় কারণে অকারনে ঝগড়া লেগেই থাকতো, তাদের তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে, তিনি জানান ঘটনার দিন সকাল ১১-২০ মিনিটের দিকে তার কাছে তার বোনের শুশুর মোবাইল কল দিয়ে জানান জামিলা খুব অসুস্থ এবং সে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি আছে, এই খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই এবং গিয়ে জানতে পারি আমার বোন মারা গেছে, এবং আমাকে বলা হয়। জামিলা আত্মহত্যা করতে গিয়েছিল । ভাই সামছু হাওলাদার এর দাবি বোন জামিলা কে হত্যা করেছে তার বোনের স্বামী, এই ঘটনা তিনি থানা একটি অভিযোগ দায়ের করেন।
নিহতের লাশ মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্ত করা হয়। এ বিষয়ে শিবচর থানার পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায় নিহতের লাশের ময়না হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় নিহতের স্বামী আয়নাল পলাতক রয়েছে, অপরদিকে নিহত জামিলার জা সোনিয়া জানান বুধবার সকাল দশটায় তার শাশুড়ি খাবার খাওয়ার জন্য তাকে অন্য ঘর থেকে ডাকতে বলেন, সোনিয়া ডাকাডাকির পর আওয়াজ না পেয়ে দরজা খোলা দেখেন ঘরের ভেতরের পেছনের বারান্দায় একটি চৌকির উপর দাঁড়িয়ে তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাই।
এরপর ডাক চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে জামিলা কে ঝুলন্ত অবস্থায় দেখে এর পর জামিলকে ঘটনা স্থান থেকে নামিয়ে, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, এই নিহতের ঘটনায় এলাকায় থমথম পরিবেশ বিরাজ করছে‌।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আত্মহত্যা * ময়না তদন্ত * হত্যা
সাম্প্রতিক সংবাদ