গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি :
ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে ‘গান্ধী জয়ন্তী’ পালন উপলক্ষ্যে রোববার(০২ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার(০৩ অক্টোবর) থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানা গেছে।
গান্ধী জয়ন্তী ১৮৬৯ সালের ২রা অক্টোবর জন্মগ্রহণকারী মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মবার্ষিকী ভারতে জাতীয় ভাবে উদযাপিত হয়। প্রতিবছর ২রা অক্টোবর যথাযথ ভাবে দিবসটি পালিত হয়। ভারতের তিনটি জাতীয় ছুটির মধ্যে গান্ধী জয়ন্তী একটি। ২০০৭ সালের ১৫ ই জুন জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা অনুযায়ী ২রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে উদযাপিত করা হয়।মহাত্মা গান্ধী (অক্টোবর ২, ১৮৬৯ – জানুয়ারী ৩০, ১৯৪৮)।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন ভারতে জাতীয় ছুটি হিসেবে ঘোষিত। সে কারণে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সরকারি অফিস ছুটি রয়েছে। ফলে আজ ভোমরা স্থলবন্দরের কোন কারযক্রম চলবেনা। আগামীকাল মঙ্গলবার থেকে আবারও ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কারযক্রম চলবে।