মধুপুরে সেভেনডে এডভেন্টিজ চার্জ’র ভূমি দখলের পায়তারা
মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামে সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ৮৬ শতাংশ ভূমি জবর দখলের অপচেষ্টা চলছে বলে জানা যা্য়।
পিরোজপুর গ্রামের স্বর্গীয় জগৎ মারাকের ছেলে মি.ভুপেন্দ জেংচাম সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ৮৬ শতাংশ ভূমি জবর দখলের অপচেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী সহ এলাকাবাসী।
গারোসম্প্রদায়ের নীতিমালা অনুযায়ী পিতা মাতার সকল সম্পতির মালিক হন কণ্যা সন্তান। এলাকাবাসীর প্রত্যক্ষ স্বাক্ষীর ভিত্তিতে স্বর্গীয় জগৎ মারাকের কন্যার নিকট হতে ভূমি ক্রয় করে সংস্হাটি এবং ক্রয়কৃত ভুমিতে একটি চার্জ( গীর্জা) নির্মাণ করেন। উক্ত চার্জের অধিনে একটি মিশনারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দীর্ঘদিন যাবত পরিচালনা মন্ডলির মাধ্যমে পরিচালনা করেন। রাতের আধারে বিবাদী ভূপেন্দ জেংচাম চার্জটি বিক্রি করে দেন এবং নগদ টাকা হাতিয়ে নেন।
এব্যাপারে বৃহস্পতিবার বিকেলে এলাকার সকল খৃষ্ঠান, মুসলিম ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্হলে উপস্হিত হয়ে এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান। তারা উক্ত ভুমির সকল কাগজ পত্র যাচাই বাছাই পূর্বক সংস্হাটি যাতে তাদের সম্পুর্ন ভুমি ঘেরত পেতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে এলাকার সকল খৃষ্টান ধর্মালম্বীরা একত্রিত হয়ে জমি দখলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্যও উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়াগাছা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, স্হানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সদস্য খলিলুর রহমান, সেভেনডে এডভেন্টিজ চার্জ এর চেয়ারম্যান বেনজামিন ম্রং,রামজীবন হাইস্কুলের শিক্ষক আমান উল্লাহ. সাদত কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোখলেছুর রহমান, মি. চন্দন কুমার ম্রং, মি.কফিন্দ্র রেমা, রানিন্দ্র রেমা, বিউটি রেমা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।