সুন্দরবনের আইবুড়ি নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার সুন্দরবনের আইবুড়ি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মনোরঞ্জন মন্ডল (৬৬) নামে এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার(০২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন স্লুইস গেটের সামনে আইবুড়ি নদীতে পাওয়া যায়। এর আগে রাত ৩টার দিকে নদীতে তিনি মাছ ধরতে যান। নিহত মনোরঞ্জন মন্ডল শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত দেবেন্দ্র নাথ মন্ডলের ছেলে।
পরিবারের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম মৃধা জানান, শুক্রবার রাত তিনটার দিকে মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। সকালে বাড়িতে না আসায় সবাই খোজাখুজির একপর্যায়ে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।