ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ সালে ঠাকুরগাঁও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না নির্বাচিত হয়েছেন।সোমবার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মুনছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। শাহারিয়ার আজম মুন্না জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহলের রাজনৈতিক,সামাজিক, ব্যক্তিবর্গ সহ ফেসবুকের তার ফ্যান ফলোয়ার গণ।
এর মধ্যে ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা,আওয়ামী লীগ নেতা ও অধ্যাপক প্রশান্ত বসাক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খাদেমুল ইসলাম,সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল তারেক লিপু,জাকারিয়া হাবিব ডন,দপ্তর সম্পাদক এম এ জেড অভিক ,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক প্রেসক্লাব সম্পাদক আনোয়ার হোসেন আকাশ,এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল আলম, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম,সাংবাদিক নাজমুল হোসেন সহ আরো অনেকে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, খবর টা শোনার পর অনেক ভালো লাগছে অনেকেই আমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।আমার এই অর্জন একমাত্র সম্ভব হয়েছে রানীশংকৈল বাসীর জন্য।তাই আমি এই পদক আমার উপজেলা বাসী কে উৎসর্গ করছি।আমি আমার উপজেলা বাসীর কাছে চিরকৃতজ্ঞ। আগামীতে আপনারা আমার জন্য দোয়া করবেন।