জৈন্তাপুর মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে আট লক্ষ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার, ০২ জন গ্রেফতার

সিলেট প্রতিনিধি:
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৩ গোপন সংবাদের ভিত্তিতে অনুমান সকাল ০৮:১৫ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানাধীন চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাড়ে দুইজন লোক সাদা প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ড এর দিকে আসার পথে জৈন্তাপুর মডেল থানার মোবাইল টিম তাদেরকে আটক করে এবং তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা ভর্তি ছয়টি কার্টুন থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করে।
উক্ত কার্টুনের ভিতরে ভারতের বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা। আটককৃতরা হলো ১। মো: ফজলুল করিম @ মিন্টু (৪২), পিতা-মৃত জমরোদ মিয়া, সাং-চন্দ্রগ্রাম, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ২। সোহেল মিয়া (২৩), পিতা-সবুজ মিয়া, মাতা-রমুজা বেগম, সাং-আসামপাড়া (আদর্শগ্রাম), থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায, তারা উক্ত ঔষধ ঢাকা নিয়ে যাওয়ার জন্য ভারত হতে চোরাই পথে নিয়ে এসেছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কর্তৃক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ভারতীয় ঔষধ উদ্ধার * সিলেট
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ