জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

 জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুলকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫, জয়পুরহাট ৷  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জয়পুরহাট সদর চকশ্যাম গ্রামের -ওহাব আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম (২৫)।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ০৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে (৮০বোতল) ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
গত ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আনারুলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী আনারুলকে গ্রেফতারের জন্য  গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ১৭৩০ ঘটিকায় পাঁচবিবি থানার বাগজানা এলাকা হতে আনারুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ