গোলাপগঞ্জ থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল চোর চক্রের দুইজন সক্রিয় সদস্য গ্রেপ্তার: চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার

সিলেট প্রতিনিধি:
গত ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী ইমাম গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর গত ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার উপজেলার ঢাকাদক্ষিণে অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে চুরি হওয়া মোটরসাইকেলটি সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো জামিল আহমদ (২৩), এবং পিতা- আব্দুল কাদির উপজেলা : গোলাপগঞ্জ , জেলা- সিলেট ও একই এলাকার উমর আলীর ছেলে ফাহিম আহমদ (২২)। চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।