বাবুগঞ্জে খালের পানিতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
বরিশাল প্রতিনিধি:
বাবুগঞ্জে খালের পানিতে ডুবে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬/৯/২০২৩ বুধবার সকালে বাবুগঞ্জের দেহের গতি ইউনিয়নের রাকুদিয়া নতুন হাট এলাকায় খালের পানিতে ডুবে তামান্না আক্তার তামিদা (১৫) নামেরঐ শিকার্থীর মৃত্যু হয়। মারা যাওয়া ঔ কিশোরী রাকুদিয়া গ্রামের আব্দুল বারেক তামিদারের মেয়েএবং জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
সাতার না জানা তামান্না সকালে ঘুম থেকে উঠে হাত,মুখ ধোয়ার জন্য পার্শ্ববর্তী খালে গেলে পানিতে পরে যান। বিষয়টি বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল নিশ্চিত করে বলেন, সাঁতার না জানায় খালের গভীর পানিতে ডুবে যায়।
স্বজনরা কোথাও তামান্নাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্হানীয় লোকজন মিলে ২ ঘণ্টা জাল দিয়ে খোঁজাখুঁজি করে তামান্নাকে উদ্ধার করতে সক্ষম হয়।
খবর পেয়ে বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করেন। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।