রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার (৬ সেপ্টেম্বর)  সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সার্বজনীন প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় রাণীশংকৈল কলেজ পাড়া দূর্গা মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অতিথিরাসহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়। এরপর কলেজ পাড়া দূর্গা মন্দির চত্বরে পূ্জা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেবের সভাপতিত্বে ও সম্পাদক সাধন বসাকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আঃলীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজ রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা মহসিন আলী সহ আরো অনেকে।
আলোচনা দ্বিতীয় পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভক্তি বৈভব বিষ্ণু মহারাজ গৌর গিরিধারী গৌড়ীয় মঠ, মায়াপুর, ভারত, দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিষ্ণুপাদ  ত্রিদন্তি স্বামী ভক্তি বশিকানন্দ আশ্রম মহারাজ,  মায়াপুর, ভারত। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিত্যানন্দ পোশাক, অমল কুমার রায়, বিনোদ বর্মন সহ উপজেলার প্রতিটি পূজা মন্দিরের সভাপতি সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সকল কর্মী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় সার্বজনীন প্রার্থনা করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঠাকুরগাঁও * রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ