শিবালয়ে মিরপুর-বাসাইল সংযোগ রাস্তার বেহাল দশায় চরম জন দুর্ভোগ
স্টাফ রিপোর্টার:
শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরানপয়লা থেকে উথুলী ইউনিয়নের মিরপুর পর্যন্ত ২ কি.মি. রাস্তা দীর্ঘদিন যাবৎ মেরামত বা সংস্কার নাকরায় সৃষ্ট বেহাল দশায় জনদুভোর্গ চরম পর্যায়ে পৌছেছে। এ রাস্তার ব্যবহার করে প্রত্যহ বহু সংখ্যক পথচারী, যান চলাচল করে এব ৬ টি গ্রামের জনসাধারনের জীবন জিবীকা নির্বাহ করে। এ রাস্তাটির ব্যহাল দশায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এ এলাকায় যোগাযোগ খারাপ হওয়ায় স্কুল কলেজে যেতে পারছেনা শিক্ষার্থীরা।
জানা গেছে, উপজেলার তেওতা ও উথুলী ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ সড়কযোগে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করে থাকে। অথচ প্রয়োজনীয় মেরামত বা সংস্কারের অভাবে এ সড়কের নাজুক পরিস্থিতিতে সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে পেঁৗছেছে। শুষ্ক মওসুমে ধুলা-বালি ও বৃষ্টি হলে কাঁদা-পানিতে নাকাল অবস্থা সৃষ্টি হয়। এলাকায় উৎপাদিত ফসল বিভিন্ন হাট-বাজারে নেয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্দশায় পড়তে হয়।
এছাড়া, মুমুর্ষ রোগী ও বিভিন্ন জরুরি কাজে লোকজন যাতায়াতে দারুণ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন যাবৎ রাস্তার এমন বেহাল দশায় ভোগান্তির সীমা নেই। রোগী ও জরুরি পণ্য নিয়ে যাওয়া-আসা করাও অনেক কঠিন। অপর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান জানান, পুরানপয়লা থেকে মিরপুর হয়ে বাসাইল পর্যন্ত তেওতা ও উথুলী ইউনিয়নের শেষ সিমানা হওয়ায় কোন চেয়ারম্যানরা এ রাস্তার দিকে তাকায় না।আমরা অবহেলিত ,অতিসত্বর এ রাস্তা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকতার্দের দৃষ্টি আাকর্ষণ করছি।
তেওতা ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জানে আলম বলেন, এ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার বা মেরামতের অভাবে জনসাধারণ ভোগান্তি পোহাচ্ছে। এমপি মহোদয় নাস্তা মেরামতের জন্য কাবিখা প্রকল্প দিয়েছে পানি আসায় কাজ করতে পারিনি। পানি শুকিয়ে গেলে কাজ শুরু করবো। উথুলী ইউপি চেয়ারম্যান আব্বাস বলেন, আমার উথুলী ইউনিয়নে বাসাইল থেকে মিরপুর রাস্তার একাংশে ঢালাই পাকা রাস্তা এবং হাফ কি:মি: রাস্তা কাচা আছে আগামী শুকনো মৌসুমে ইটের সোলিং করার প্রস্তাব করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বাংলা এফএম কে জানান, মিরপুর কলেমা খাতুন সরকারী প্রামিক বিদ্যালয়ের রাস্তা আটশত মিটার
জিডিবি ফোর প্রকল্প পাশ হয়েছে টেন্ডার হবে। বাকিটা মানিকগঞ্জ প্রজেক্ট এ প্রস্তাব করা হয়েছে।