আগৈলঝাড়ায় সরকারী খালের অবৈধস্হাপনা উচ্ছেদ অভিযান
বরিশাল প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মোরাপাড়া গ্রামে এই অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।
জানা গেছে, মোল্লাপাড়া গ্রামের বাজারের কাছে লোক চলাচলের একটি সাঁকো ভেঙ্গে ওই জায়গায় একই এলাকার খগেন্দ্র নাথ হালদারের ছেলে প্রশান্ত হালদার এবং বিশ্বেশর মন্ডলের ছেলে বিনোদ মন্ডল সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করছিল।
ওই গ্রামের মনিশংকর সরকার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারকে অবৈধ স্থপানা অপসারণের নির্দেশ দিলে চেয়ারম্যানের কথা না শুনে অবৈধ স্থপনা নির্মাণ অব্যাহত রাখে প্রশান্ত ও বিনোদ।
ঘটনা জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন শুক্রবার বিকেলে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সরকারি খাল দখল করে নির্মাণ করা দোকান ঘর ভেঙে দেন।