গৌর নদীতে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা নিহত ১ জন

 

 

 

বরিশাল প্রতিনিধি:

গৌরনদীতে  নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের  ধাক্কায়  ডা. ইকরা বিনতে হাফিজ (২৮)  নামে এক জন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এবং গুরুত্বর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক। ৯/৮/২০২৩ ইং বুধবার  সকাল  ৮টার সময়  উপজেলার কটকস্থলে এ দুর্ঘটনা ঘটেছে। ডা. ইকরা বিনতে হাফিজ উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামীর নাম মাহী।

গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার সাংবাদিকদের  বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেটকারটি। গৌরনদীর কটকস্থল এলাকা এসে নিয়ন্ত্রণে হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় গুরুত্বর আহত হন গাড়ির  চালক নাহিদ ও যাত্রী চিকিৎসক। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের স্বামী মাহির সঙ্গে কথা হয়েছে। তাদের খবর দেওয়া হয়েছে। তারা গৌরনদীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা না এলে বিস্তারিত কিছু বলা যাবে না। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের চালকের অংশ দুমরে-মুচরে গেছে। কেটে আধাঘণ্টার চেষ্টায় তাকে বের করা হয়েছে। তবে এর আগেই ওই নারী চিকিৎসককে বের করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর পরই তিনি মারা যান।

কারের চালক নাহিদকে বের করার পর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি। উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির বলেন, গত রাতে হাসপাতালে ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে ডা. ইকরা বিনতে হাফিজ। পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা রওনা হয়েছে। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে * গুরুত্বর আহত * চিকিৎসক * চিকিৎসাধীন * নিয়ন্ত্রণ
সর্বশেষ সংবাদ