লক্ষ্মীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০৮ আগষ্ঠ (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে ঢাকা থেকে জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা রাফিন সরকার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া,সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ। পরে লক্ষ্মীপুর জেলায় অসহায়, দরিদ্র ও দুস্থ মোট ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জন্মবার্ষিকী * বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা * লক্ষ্মীপুর * সেলাই মেশিন
সর্বশেষ সংবাদ