উজিরপুরে সুশীল সমাজের সাথে বরিশালের জেলা প্রশাসকের মতবিনিময় সভা

উজিরপুর প্রতিনিধি:
বরিশালের জেলা প্রশাসক সাথে উজিরপুর উপজেলার সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ৩১ জুলাই সোমবার  বিকাল ৩ টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, সহকারী কমিশনার (ভ‚মি) কে,এম,ইশমাম, বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল , উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, উজিরপুর আলহাজ্ব বি, এন,খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ পরিমল কুমার পাল, প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন, ইউপি চেয়ারম্যান  অমল মল্লিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জেলা প্রশাসকের মতবিনিময় সভা * বরিশাল জেলা * সুশীল সমাজ