মহেশপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর নওদাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালয় অংশগ্রহন করেন পান্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লড়াইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলাই পান্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় লড়াইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

অপর দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশো গ্রহন করে উজ্জলপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গৌরীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলাই গৌরীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উজ্জলপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। পরে খেলায় বিজয়ী ও পরাজিত খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দু’টি খেলাই উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি * মহেশপুরে বঙ্গবন্ধু
সর্বশেষ সংবাদ