ময়মনসিংহে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :
“ইতিহাসে বেঁচে থাকি, ঐতিহ্যে বেঁচে থাকি, সংস্কৃতি বৈচিত্রে বেঁচে থাকি, নৃ-ত্ত্ব সৌন্দর্যে বেঁচে থাকি” এই প্রতিপাদ্যে ময়মনসিংহ বিভাগের বসবাসরত গারো, হাজং, কোচ, ডালু, বানাই, হদি, বংশী (বর্মন) ভুঁইমালি সম্প্রদায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র দিনব্যাপী ঐতিহ্যবাহী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব  অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার দুপুরে নগরীর এড. তারেক স্মৃতি অডিটরিমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিভাগীয় উদযাপন কমিটির আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এতে  ২য় অধিবেশনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহি। এছাড়াও ১ম পর্ব  সকালে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জালাল উদ্দিন খান ।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সাবেক সদস্য নিখিল মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন‍্যানের মধ্যে  বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ- সম্পাদক এড. আব্দুল কাদির খান,  কিশোরগঞ্জ হোসেনপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হুসাইন উজ্জ্বল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক ভিপি জিয়াউল হাসান ইমরান, ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান মিনার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সাবেক সদস্য প্রভাষক মোঃ ফরিদুল ইসলাম লিপু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি পরিষদের সহ-সভাপতি নাহিদ ইকবাল, আবেদা সুলতানা মিতা, সালমা বেগম, ধোবাউড়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা স্মৃতি পরিষদের সভানেত্রী কৃষিবিদ ডা. শামসুন্নাহার পারভিন, ধোবাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ডা. আসাদুজ্জামান সাগর।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুভাষ চন্দ্র বর্মন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক সমীরন কুমার সিংহ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. জন যেত্রা, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন টাঙ্গাইল জেলার সভাপতি পরিমল বর্মন, বাংলাদেশ জাতীয় হদি সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহ  প্রমূখ ।  আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়  । এছাড়াও কৃতিত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে ভালো কাজের অবদান রাখায় ক্ষুদ্র নৃ- গোষ্টীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ময়মনসিংহে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী'র বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ