মদনে পাবলিক সার্ভিস দিবস উযাপনে মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিয়ে ক্ষোভ
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনওর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি শাহ নূর রহমান পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার প্রমুখ।
পাবলিক সার্ভিস দিবসে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কেবিনের দুর অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেবিনটি দেখলে মনে হয় একটি ভেড়ার ঘরের মত, সাথের টয়লেটির ব্যবহারে অযোগ্য অবস্থা আছে। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আহবান জানা তিনি।
সভায় ইউএনও শাহ আলম মিয়া বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে চলছে। সরকারি প্রত্যেকটি দপ্তরের প্রধানগণ জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোন সেবাগ্রহীতা যেন কোনভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকে দপ্তর প্রধানের ভূমিকা রাখতে হবে। মুক্তিযোদ্ধা কমান্ডারের অভিযোগে বিষয়ে ইউএনও তাৎক্ষণিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ঘেোষকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। আলোচনা সভা শেষ মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের দক্ষতা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দিবস উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।